ভোলার তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১৭টি ড্রেজার ও বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় ৫টি ড্রেজার ও ১২টি বাল্কহেড জব্দ করা হয়। শনিবার গভীর রাত থেকে রোববার বিকেল পর্যন্ত ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়েছে।
রোববার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা শনিবার গভীর রাত থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোলা সদর উপজেলার ভেদুরিয়া থেকে বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩৭ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ আটকদের মুচলেখা রেখে ছেড়ে দেন।