বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ছিলেন আ'লীগের সঙ্গে, বিএনপিতেও পেলেন সম্পাদক পদ!

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ছিলেন আ'লীগের সঙ্গে, বিএনপিতেও পেলেন সম্পাদক পদ!
কুমিলস্নায় ওয়ার্ড বিএনপির কমিটিতে আওয়ামী লীগ নেতা পদ পাওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত একাংশের নেতাকর্মীরা -যাযাদি

কুমিলস্না মহানগর ২৪ নং ওয়ার্ডের (কোটবাড়ি, বাগমারা ও সালমানপুর) বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. ফরিদ উদ্দিন সভাপতি ও মো. নিজাম খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত বুধবার (১২ ফেব্রম্নয়ারি) কুমিলস্না মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু ও মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোলস্না টিপুর অনুমোদনক্রমে দপ্তর সম্পাদক নজরুল ইসলাম ২৪নং ওয়ার্ডের পাঁচ সদস্যের নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। সেখানে সাধারণ সম্পাদক হিসেবে নিজাম খানের নাম দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

কমিটি ঘোষণার পরের দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে নেতাকর্মীদের একাংশ জানান, নিজাম খান আওয়ামী লীগের লোক ছিলেন। তার বড় ভাই ফজল খান একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিলস্না সদর আসনে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের আস্থাভাজন হিসেবে সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন। নিজাম খানের ভাতিজা বাপ্পি কুমিলস্না দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ও আরেক ভাতিজা ইকবাল কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। সংবাদ সম্মেলনে বর্তমান কমিটির সহসভাপতি গোলাম মোস্তফা বলেন, নিজাম খান বিগত সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল খানের পক্ষে সরাসরি প্রচারণা চালিয়েছেন। এ ছাড়া ভাই ও ভাতিজার পক্ষে আওয়ামী লীগের নানা কর্মসূচিতে অংশ নিতেন। এদিকে, ছাত্রজনতার গণঅভু্যত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে হঠাৎ বিএনপির লোক বনে যান নিজাম খান। কমিটিতে তার নাম দেখে ক্ষোভে ফেটে পড়েন ২৪নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা।

২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন বলেন, 'মাঠে লড়াই সংগ্রাম করি আমরা। হঠাৎ কেউ এসে সাধারণ সম্পাদক পদ পেলে তা মেনে নেওয়া যায় না। যিনি আওয়ামী লীগের পক্ষে মাঠে ময়দানে প্রকাশ্যে কাজ করেছেন, তিনি কীভাবে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হন?'

কুমিলস্না দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমীর বলেন, 'মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোলস্না টিপুর অত্যন্ত দক্ষ নেতৃত্ব দিয়ে দল গোছাচ্ছেন। আমার বিশ্বাস তারা এমন ভুল করবেন না।'

কুমিলস্না মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু বলেন, 'নিজাম খান আমাদের লোক। উনি বিএনপির রাজনীতিতে জড়িত। আমরা যোগ্য প্রার্থীকেই কমিটিতে স্থান দিয়েছি।'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিজাম খান বলেন, '৩ আগস্টে আমার বাড়িতে হামলা হয়েছে। আওয়ামী লীগের লোকজন আমার ভাইয়ের বাড়িতেও হামলা করেছে। আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। তবে আমি আওয়ামী লীগের সঙ্গে কখনো জড়িত ছিলাম না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে