বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বৃহত্তম স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রোগ্রাম 'হাল্ট প্রাইজ'-এর অন-ক্যাম্পাস রাউন্ডের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে অ্যানিমেলিয়া দল।
শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চাষী ভবনের সম্মেলন কক্ষে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের শীর্ষ পত্রিকা দৈনিক যায়যায়দিন।
প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে মোট ৪০টি দল অংশগ্রহণ করে, যেখানে ১২০ জন প্রতিযোগী ছিলেন। দুই রাউন্ডের বাছাই শেষে ৫টি দল ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়। প্রতিটি দল তাদের উদ্ভাবনী বিজনেস আইডিয়া বিচারকদের সামনে উপস্থাপন করে।
বিচারক প্যানেলে ছিলেনকৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আর. এ. জুইস অ্যাক্সেলারেটিং বাংলাদেশের ন্যাশনাল মেন্টর ও কোচ এবং ডিআইভিসির কমিউনিকেশন বিভাগের প্রধান তারিফ মোহাম্মদ খান, অভান্তি ও অভান্তি অ্যারোমা রেস্টুরেন্টের পরিচালক শিল্পী ড. সিদুল ইসলাম, ইউর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও সিইও মিলজের রহমান মাচেল।
চূড়ান্ত ফলাফলে, বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয় অ্যানিমেলিয়া, আর ১ম রানারআপ হয় ফিউশন টিম। প্রতিযোগিতার সব দলকে সার্টিফিকেট প্রদান করা হলেও কেবলমাত্র চ্যাম্পিয়ন দল রিজিওনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে।