বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

চার জেলায় সড়কে ঝরল ৭ প্রাণ

স্বদেশ ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চার জেলায় সড়কে ঝরল ৭ প্রাণ
চার জেলায় সড়কে ঝরল ৭ প্রাণ

চার জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃতু্য হয়েছে। মাদারীপুরের শিবচরে মোটর সাইকেলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু, গাজীপুরের শ্রীপুরে দুই সড়কে দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দুইজন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইমাম ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুইজন নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, শিবচরে ডাম্প ট্রাকের ধাক্কায় লিমন বেপারী (২১) ও নয়ন (২১) নামে দুই বন্ধু প্রাণ হারিয়েছেন। গত শনিবার রাতে উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের পূর্ব সন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকার নুর মোহাম্মদ বেপারীর ছেলে লিমন বেপারী ও একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে নয়ন নামে দুইজনের মৃতু্য হয়েছে। তারা দুজন দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটর সাইকেলের গ্যারেজে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ হারান তারা।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরও একজনের মৃতু্য হয়েছে। ডাম্প ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে আগের এর চালক পালিয়েছেন।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজনের মৃতু্য হয়েছে। গত শনিবার সন্ধ্যায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কারওয়ান বাজার ও রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন রাশেদ মিয়া (৩০)। তিনি শ্রীপুরের এমসি বাজারের রফিকুল ইসলামের ছেলে। অপরজন আবু বকর সিদ্দিক (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পড়ুয়াপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। আবু বকর সিদ্দিক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপক (অপারেশনস) ছিলেন।

মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, সড়ক দুর্ঘটনায় এমসি বাজার এলকায় একজনের মৃতু্য হয়েছে। লাশ উদ্ধার করা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, কারওয়ানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃতু্য হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোববার কালিবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক ইমামের মৃতু্য হয়েছে। নিহত ইমাম শিহাব উদ্দিন (২৪) ভোলা জেলার তজমুদ্দিন থানার বাসিন্দা। তার পিতার নাম আবুল কালাম। তিনি আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া জামে মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত কার্যক্রম করা হবে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে উল্টে যাওয়া সবজিবাহী পিকআপ ভ্যানের পেছনে থেকে যাত্রীবাহী একটি কোচ ধাক্কা দিলে পিকআপ ভ্যানের হেলপার নিহত হন।

অপরদিকে, একই দিন রাতে উপজেলার ফাঁসিতলা আঠারো মাইল নামক এলাকায় এক মোটর সাইকেল আরোহীর মৃতু্য হয়েছে। ঢাকা-রংপুর মহাসড়কে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালক ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত মোটর সাইকেল চালকের নাম তারা মিয়া (৩৮)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে