বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় তালোড়া শাহ এয়তেবাড়িয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার শিক্ষার্থীরা তিন দফা বাস্তবায়নের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, সচেতন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে গত রোববার তালোড়া-দুপচাঁচিয়া রাস্তার গয়াবান্ধা নামক স্থানে মাদ্রাসার গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে তারা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা দুর্নীতিবাজ অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কারসহ বিভিন্ন স্স্নোগান দেয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকাগণকে মাদ্রাসার গেটের বাহিরে অবস্থান করতে দেখা যায়।
মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র সাজু হাসান ও দশম শ্রেণির ছাত্রী আলফি শাহরিন স্বেতা জানায়, তারা তিনদফা দাবি বাস্তবায়নের জন্য ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করছে। দাবিগুলো হলো মহামান্য হাইকোর্টের আদেশে অধ্যক্ষের সাময়িক বহিষ্কারের স্থগিতাদেশ ভ্যাকেট করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, দ্রম্নত মাদ্রাসার এডহক কমিটি গঠন ও অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন। এসব দাবি পূরণনা হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।