চাঁদপুরে জমি বিরোধ নিয়ে দ্বন্দ্বে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে, খুলনায় ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃতু্য ও হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ইউসুফ পাটওয়ারী (৪০) নামের দুই সন্তানের জনককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অপর বড় ইব্রাহিম পাটোয়ারীকে (৫৫) আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার চাঁদপুর সদর উপজেলার শাহমামুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগি মিয়ারবাজার পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ পাটওয়ারী ওই বাড়ির মৃত কলিমুলস্নাহ পাটোয়ারীর ছেলে এবং চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটের মোবাইল হাউজের স্বত্বাধিকারী।
নিহতের বড় বোন রাজিয়া, নাছিমা ও ছোট বোন আমেনা জানান, তাদের খালাতো ভাই মাইনুদ্দিন পাটোয়ারীর গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির একটি জমি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে রোববার সকালে ইউসুফ তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রেলওয়ে হকার্স মার্কেটে মোবাইলের দোকানে আসার পথে, খালাতো ভাই মাইনুদ্দিন, তার ছেলে রমজান, রবিউল, রহিম ও মাইনুদ্দিনের স্ত্রী খাদিজা বেগম মিলে পথিমধ্যে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথা, ঘারে এবং শরীরের বিভিন্নস্থানে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তাকে বাঁচাতে বড় ইব্রাহিম এগিয়ে গেলে হামলাকারীরা তার ওপরও অতর্কিত হামলা চালায়। স্বজনরা তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মাইনুদ্দীন, তার স্ত্রী হাজেরা বেগম ও ছেলে রমজানকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
খুলনা প্রতিনিধি জানান, খুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃতু্য হয়েছে। রোববার জীবনবীমা অফিস ও ১০ তলা ভবনের পেছন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, রেলস্টেশনে যাত্রী নামিয়ে রাজশাহী হতে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ওয়াস ফিল্ডে যাচ্ছিল। এ সময় নিউ মার্কেট জীবন বীমা অফিস এবং নুর শপিং সেন্টার সংলগ্ন গলি দিয়ে এক ব্যক্তি দৌড়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। স্থানীয়রা তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ট্রেনটি অজ্ঞাত ওই ব্যক্তির ওপর দিয়ে চলে গেলে মাথাটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হাইওয়ে হোটেলের কাছ থেকে অজ্ঞাত মহিলার (৫০) লাশ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। রোববার লাশ উদ্ধার করে মযনাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হাসান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।