বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবকের নাম রনি সরকার (৩৮)। তিনি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে।
শনিবার টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইজতেমায় হামলার হুমকি দেওয়া এক ব্যক্তিকে আমরা আটক করেছি। আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন বাজারের পাশ থেকে রনি সরকারকে আটক করা হয়।
কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, ইজতেমায় হামলার হুমকি দেওয়া ওই ব্যক্তি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।