বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব-১৪৩১ উদযাপন

  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব-১৪৩১ উদযাপন
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব-১৪৩১ উদযাপন

জাঁকজমক আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। সকালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কালচারাল ক্লাব সদস্যদের দলীয় নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসব।

দিনব্যাপী বিভিন্ন ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা-পুলির মেলা, মেহেদি কর্নার, চটপটি- ফুসকার সমাহার ছিল বসন্ত বরণের অন্যতম আকর্ষণ। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাস। শিক্ষার্থীদের সঙ্গে বসন্ত উৎসবের বিভিন্ন আয়োজন উপভোগ করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী, ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, ট্রেজারার প্রফেসর এ.এইচ.এম ফারুক, রেজিস্ট্রার মোঃ সাকির হোসাইন, বিভিন্ন অনুষদের ডিনগণ, পরিক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। বিকেলে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হয় দিনব্যাপী বসন্ত উৎসবের। অনুষ্ঠানে উপস্থিত সবাই আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে