বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ওরিয়েন্টেশন সভা

ম চট্টগ্রাম বু্যরো

চট্টগ্রাম নগর জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমী মিলনায়তনে অডিট ২০২৪ এর অগ্রগতি পর্যালোচনা ওরিয়েন্টেশনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী। নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে আরও বক্তব্য রাখেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উলস্নাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান প্রমুখ।

পুরস্কার বিতরণ

ম গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুর শহরের শহীদ নিয়ামত সড়কে অবস্থিত শায়লা শপিং সেন্টার, শায়লা কমিউনিটি সেন্টার ও শায়লা বিউটি পার্লারের ৪র্থ বর্ষপূর্তিতে ফ্রি লাকি কুপনের পুরস্কার বিতরণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মুজিবুর রহমান, দৈনিক যায়যায়দিন পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি বায়েজীদ হোসেন, শায়লা শপিং সেন্টারের মালিক মাহমুদুল হাসানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন শায়লা কমিউনিটি সেন্টারের পরিচালক শওকত হোসেন স্বপন।

শ্রমিক-কর্মচারী নির্বাচন

ম নাটোর প্রতিনিধি

নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বাষিক নির্বাচনে সভাপতি পদে জামায়াত সমর্থিত আইয়ুব আলী এবং সাধারণ সম্পাদক পদে বিএনপির সমর্থিত আবু সাইদসহ ২৪ নিরঙ্কুশ জয় হয়েছে। বুধবার রাতে প্রধান নির্বাচন কমিশন ফারুক আহমেদ ওই ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়াও সহ-সভাপতি (কারখানা) পদে আতাউর রহমান, সহ-সভাপতি (অফিস) মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (কারখানা) পদে মাহামুদুল হাসান নাহিদসহ ২৫ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতা

ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের দাতা সদস্য মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ডয়লেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্‌ রিয়াজুল হান্নান রিয়াজ। প্রধান শিক্ষক আতিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধক ছিলেন গাজীপুর জজ কোর্টের জিপি ও জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সোলাইমান দর্জি।

প্রস্তুতি সভা

ম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনও নাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, মহিলা বিষয়ককর্মী সালমা বেগম, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের প্রমুখ।

মতবিনিময় সভা

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার সিংড়া ইউপি প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা আহসানুল হক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রফিকুল ইসলাম।

সভা অনুষ্ঠিত

ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার ২১শে ফেব্রম্নয়ারী মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মারুফ হাসান। এসময় ইউপি চেয়ারম্যান যথাক্রমে সাহান পারভেজ, ওয়াক্কাস কাঞ্চন, হাবিবুর রহমান হাবু, উৎপল রায় বুলু, প্যানেল চেয়ারম্যান বিতু চৌধুরী, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা সভা

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক, উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও সন্ত্রাস-নাশকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাবেক-আহবায়ক আব্দুল জলিল চকলেট, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, নাজিমুদ্দিন, আফজাল হোসেন প্রমুখ।

প্রেস কনফারেন্স

ম খুলনা প্রতিনিধি

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ উপলক্ষে প্রেস কনফারেন্স বৃহস্পতিবার সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার টুর্নামেন্ট বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তুলে ধরেন। প্রেস কনফারেন্সে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোস্তাক উদ্দীন, জেলা ক্রীড়া কর্মকর্তা বকতিয়ার রহমান গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালা অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, রাজবাড়ী

রাজবাড়ীতে 'জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে করণীয়' বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভাপতিত্ব করেন রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান। বিভিন্ন সেশন পরিচালনা করেন টিআইবির কো-অর্ডিনেটর আতিকুর রহমান। বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুই, টিআইবি'র ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহান-উল-হক প্রমুখ।

মেলার সমাপণী

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হওয়া কৃষি প্রযুক্তি মেলার সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও দেদারুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সম্প্রসারন আক্তারুজ্জামান মিয়া ও উপজেলা পাট কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ।

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয় ১১ ফেব্রম্নয়ারী।

অনুদানের চেক

ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং সমাজ সেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ পরিষদ থেকে পৃথকভাবে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রহ্মত্তর পশ্চিমপাড়ায় সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার ও অগ্নিদগ্ধ এক নারীর মধ্যে সর্বমোট তিন লাখ ৭১ টাকার অনুদানের চেক এবং ৫১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। ইউএনও নুর-ই-আলম সিদ্দিকী এসব তুলে দেন। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষণ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু ছাইদ, সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ, সহকারী সমাজ সেবা অফিসার মোহাম্মদ আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

\হ

প্রতিরোধ কমিটির সভা

ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মানব পাচার প্রতিরোধ কমিটির ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস কচুখালী রিসোর্স সেন্টারের আয়োজনে শ্যামনগর ইউএনও রণী খাতুনের সভাপতিত্বে ও কারিতাস কর্মকর্তা এন্ড্রিকো মন্ডলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুলস্নাহ আল রিফাত, শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীর মোল্যা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক প্রমুখ।

মতবিনিময় সভা

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের শাখা অফিস প্রাঙ্গনে সভা হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজিজ পলাশ প্রার্থীদের আশ্বস্ত করেন। সভায় নির্বাচনে বিভিন্ন পদে অংশ গ্রহণকারী প্রার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ অনুষ্ঠিত

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার লাইট হাউজের উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদ হল রুমে কর্মশালার উদ্বোধন করেন ইউএনও আল ইমরান। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, রাজারহাট স্বাস্থ্য কমপেস্নক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. সিদরাতুল মুনতাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, লাইট হাউজ উপ-পরিচালক সাদিক আল হায়াত, প্রেস ক্লাব রাজারহাট সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত ও লাইট হাউজের রাজারহাটের অঞ্জলী রানী প্রমুখ।

চেক হস্তান্তর

ম চট্টগ্রাম বু্যরো

চট্টগ্রাম জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত ক্ষতিগ্রস্ত দশটি পরিবারকে ৪৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের এই অনুদান ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আকতার উর্থিসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই চেক বিতরণ করা হয় বলে বিআরটিএ সূত্র জানিয়েছে। নিহত ৯জন হচ্ছেন- মোহাম্মদ এমরান, আবদুলস্নাহ আল মামুন, আরাফাতুর রহমান, মোহাম্মদ এনাম উদ্দীন, দীপক মিত্র, মোহাম্মদ মাসুদ মিয়া, শাহিনুর রহমান, অভিজিৎ দাশ এবং মোহাম্মদ আবদুল আলিম ভূঁইয়া। আহত ব্যক্তির নাম মোহাম্মদ আবুল হোসেন।

ফুলেল শুভেচ্ছা

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) নীলফামারী জেলা শাখার উদ্যোগে নবাগত নীলফামারী সদর ইউএনও সাইফুল ইসলামকে বুধবার দুপুরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় সদর ইউএনও সাইফুল ইসলাম বলেন, 'আপনারা যে মতাদর্শের হোন না কেন এই মূহুর্তে আমাদের প্রয়োজন সরকারকে সার্বিক সহযোগিতা করা। আমাদের সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলতে হবে। সরকারের ভাবমূর্তি উজ্জলে আমরা বদ্ধ পরিকর।' ফুলেল শুভেচ্ছা জানান বাইসস জেলা সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক নুর হোসেন, সদস্য আব্দুর রহিম, আসমা আক্তার, হারুন অর রশিদ, আব্দুল কুদ্দুস প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা

ম রংপুর প্রতিনিধি

রংপুরে সেনাবাহিনী পরিচালিত ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান মাঠে এতে ১২৭টি ইভেন্টে তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে। বুধবার বিকেলে রংপুর ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল আহসানুল কবীরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। উপস্থিত ছিলেন ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম।

আনন্দ মিছিল

ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ১নং যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় রূপগঞ্জে যুবদলের আনন্দ মিছিল করা হয়েছে। বুধবার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান ইমন ও ভুলতা ইউনিয়ন যুবদল নেতা বিলস্নাল মুন্সির নেতৃত্বে এ আনন্দ মিছিল মিছিল করা হয়। পরে নেতাকর্মীরা মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আশরাফুল হক রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, সদস্য খোরশেদ আলম, ভুলতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন ভুইয়া প্রমুখ।

তারুন্যের উৎসব

ম তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সুইচিং মং মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম. শামীম আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা রথীন্দ্রনাথ চক্রবর্তী, পলস্নী বিদু্যতের ডিজিএম নিরাপদ দাস, ইন্সপেক্টর তদন্ত নাজমুল কাদের প্রমুখ।

পিঠা উৎসব

ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারে উখিয়ায় তারুণ্যের উৎসব - ২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মা উলস্নাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, সাবেক চেয়ারম্যান শাহ কামাল চৌধুরী ও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা জাহান চৌধুরী।

কর্মীসভা অনুষ্ঠিত

ম রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষে বুধবার রাজিবপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদল আহবায়ক রায়হান কবীর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহেদ রানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে