গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার রুপালি লাইফ ইন্সু্যরেন্স কোম্পানির মডেল সার্ভিস সেল এর ইনচার্জ রাকিবুর জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি গরীব অসহায় দুঃস্থ মানুষের কাছ থেকে বীমা ও ঋণ দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলায় মানববন্ধন করেছেন। এ সময় তারা রাকিবুর জামানের শাস্তি এবং ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান।
উপজেলার বর্নি গ্রামের রাসেল শেখ নামে এক ব্যক্তি বলেন, 'আমাকে ঋণ দেওয়ার কথা বলে তিন বছর আগে এক লাখ ৩৯ হাজার টাকা হাতিয়ে নেয়। আমি টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হচ্ছে।' অন্যদিকে, গিমাডাঙ্গা গ্রামের আহাদ মোলস্না অভিযোগ করেছেন, 'আমার কাছ থেকে দশ বছরের বীমা করার কথা বলে ১৫ বছরের বীমা করে দেয়। আমি বীমার টাকা পরিশোধ করতে না পারার কারণে, আজ পর্যন্ত কোনো টাকা ফেরত পাইনি।'
এ বিষয় নিয়ে রূপালী লাইফ ইন্সুরেন্স টুঙ্গীপাড়া মডেল সেলের জিএম রাকিবুর জামান বলেন, রাসেল নামে একটি ছেলে এক লাখ ৩৯ হাজার টাকা জমা দিয়েছিল। আমি ৩৯ হাজার টাকা ফেরত দিয়েছি এক লাখ টাকা ফেরত দেব। আর কারো কোনো বিষয়ে আমি জানি না।'