সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
জুলাই অভু্যত্থানের সময় চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রম্নয়ারি) দুপুরে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরের চান্দগাঁও থানায় গুলিতে নিহত হওয়ার ঘটনা ঘটে। এ মামলায় সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।