মোহনগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
মোহনগঞ্জে ঢাকা উত্তর মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের সভাপতিত্বে, সহকারী শিক্ষক শেখ লুৎফার সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের সদস্য সচিব জীবন তালুকদার,বিদ্যালয়ের পরিচালক মহসিন আজাদ, শিক্ষক সাহানূর রহমান প্রমুখ। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।