নেত্রকোনা সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাসের নেতৃত্বে বুধবার জেলা শহরের শিবগঞ্জ রোড এলাকায় আজিজ তালুকদারের বাড়িতে অবৈধ ঔষধ তৈরির কারখানায় সেনাবাহিনী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রানিসম্পদ অধিদপ্তর ও মডেল থানা পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে বুধবার যৌথ বাহিনী কয়েক ঘন্টা অভিযান পরিচালনা করে অবৈধ ঔষধ তৈরির কারখানার মালিক জামালপুর জেলার চিতলিয়া গ্রামের মো. মোস্তাফিজুর রহমানকে আটক করে।