নালিতাবাড়ীতে জাল অভিজ্ঞতা সনদে ২১ বছরে চাকরি

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীর দক্ষিণ রানীগাঁও ছিরুমিয়া আজিমদ্দিন দাখিল মাদরাসার সুপার আলতাফ হোসেন জাল অভিজ্ঞতা সনদে ২১ বছরে চাকরীকালীন সরকার প্রদত্ত এমপিওভূক্ত বেতন-ভাতা ভোগ করেছেন অর্ধকোটি টাকা। যাহা সরকারের কোষাগারের অর্থ আত্নসাৎ এর শামীলের দাবীতে সুপার আলতাফ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে চেয়ারম্যান দূর্নীতি দমন কমিশন (দুদক), শিক্ষা উপদেষ্টা, সচিব শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান বু্যরো (বেনবেইস) কার্যালয়ে গন স্বাক্ষরে স্বাক্ষরিত লিখিত অভিযোগ ৬ ফেব্রম্নয়ারি রেজিষ্ট্রি ডাক যোগে প্রেরণ করেছেন জালাল উদ্দিন। অভিযোগে প্রকাশ চলতি ২০২৫ সালে ২৮ ফেব্রম্নয়ারিতে সুপার আলতাফ হোসেন জাল অভিজ্ঞতা সনদে চাকরী হতে সুপার পদ থেকে অবসরে যাবেন। তখন তিনি আরো প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিবেন। এ লক্ষে আলতাফ হোসেন তাঁর দূর্নীতি অনিয়ম ঢাকতে নিজ স্বার্থে অবৈধ ভাবে গোপনে এডহক কমিটি গঠন করেন। বিষয়টি প্রকাশ হলে এলাকাবাসী ও সুপারের মাঝে ক্ষোভ উত্তেজনা বিরাজ করায় এডহক কমিটির সভাপতি ও সদস্য সহ তিন জন পদত্যাগ করেন। পদত্যাগ পত্র গ্রহন করেন সুপার আলতাফ হোসেন।পদত্যাগ পত্র রেজিস্টারের কার্যালয়ে প্রেরণ না করে নিজের হাতেই গোপন রেখে এডহক কমিটি বহাল রেখেছেন। এডহক কমিটি বাতিলের দাবীতে এলাকাবাসীর গন স্বাক্ষরে লিখিত অভিযোগ ও পদত্যাগ পত্রের ফটোকপিসহ চেয়ারম্যান মাদরাসা বোর্ড ও রেজিস্টারের কার্যালয়ে রেজিষ্ট্রি ডাকযোগে প্রেরণ করেছেন। এ ছাড়াও এডহক কমিটি বাতিলের দাবীতে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ করেছেন জালাল উদ্দিন। এ ব্যাপারে সুপার আলতাফ হোসেনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান এডহক কমিটির পদত্যগপত্রের বিষয়টি সত্য না।