সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাচন দিয়ে তামাশা করছে গাজীপুর সমাজসেবা অফিস

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

গাজীপুর মহানগর প্রতিনিধি
সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা, কার্যালয় গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এর ঠিকানায় গত ২০০৩ সালে অন্ধ প্রতিবন্ধীদের নিয়ে যাত্রা শুরু হয়। এর ধারাবাহিকতায় দীর্ঘ ১৮ বছর পর ২০২১ সালের জুন মাসের ১০ তারিখে তাদের 'সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা' নামে গাজীপুর সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করে। অভিযোগ রয়েছে বর্তমান গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের এডির ছাত্র জীবনের বন্ধু দৃষ্টি প্রতিবন্ধি নাজমুল হোসাইন ফারুককে অবৈধভাবে সংগঠনের অন্তর্ভূক্তি করে সংগঠনের সভাপতি হিসাবে ঘোষণা দেন। সংস্থার গঠনতন্ত্রের বাহিরে যাবতীয় অপকর্মের সাথে জড়িত ফারুক সংগঠনের সদস্যদের মধ্যে কোন্দল সৃষ্টি করে মাসের পর মাস অনুপস্থিত থাকে। সে দীর্ঘ মেয়াদে সভাপতি পদে থাকার কুট কৌশল নিয়ে সমাজসেবা অধিদপ্তর গাজীপুর এর এডি ও ডিডির সাথে সন্ধি করে কার্য নির্বাহী কমিটিকে সমাজ সেবার অনুমোদন থেকে প্রায় তিন বছর পিছিয়ে রাখেন। যে, কারণে নাজমুল হোসাইন ফারুক ও প্রতিষ্ঠাকালীণ সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক এস এম আনোয়ারুল করিমের সহযোগিতায় নাজমুল হোসাইন গোপনে অবৈধ উপায়ে প্রতিষ্ঠাকালীন সকল সদস্যদের বাদ দিয়ে নতুন করে ৫১ জন সদস্য সংগ্রহ করে অবৈধ নির্বাচনের পাঁয়তারা করছেন বলেও প্রতিষ্ঠাকালীন সদস্যরা জানান। আর এই নির্বাচনে সহযোগিতা করছেন গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা। এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব পালন করছেন, বিষয়টি তার কাছে জান্তে চাইলে সে বলেন আমি গাজীপুর এর অতিরিক্ত জেলা প্রশাসক স্যারের অনুমতি নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। গাজীপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোবারক এর কাছে জানতে চাইলে তিনি বলেন সংগঠনটি দুই ভাগে বিভক্ত হয়ে আছে, কোরাম সংকটের কারণে নতুন সদস্যর অনুমোদন দিয়ে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। গাজীপুর শহর সমাজ সেবা অফিসার মোঃ জাকির হোসেন বলেন পূর্বের ৩৩ জন সদস্যের কার্যক্রম না থাকায় বাধ্য হয়ে নতুন সদস্য সংগ্রহ করে নির্বাচনের ব্যবস্থা গ্রহন করেছি। গাজীপুর এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোতাছেম বিলস্ন্যাহ বলেন আমি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহনের কথা বলেছি। অন্যদিকে প্রতিষ্ঠাকালীন কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জানান সংগঠনটি দৃষ্টি প্রতিবন্ধিদের নিয়ে তাই সংস্থার নিয়ম অনুয়ায়ী সদস্যদের হাল নাগাদ কাগজ পত্র জমা দিতে গেলে শহর সমাজ সেবা অফিসার মোঃ জাকির হোসেন তা গ্রহন করেননি। বিষয়টি নিয়ে সংস্থার সাধারণ সম্পাদক বাদী হয়ে (১) মোঃ নাজমুল হোসাইন ফারুক, (২) মুসা আকন্দ, (৩) কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার শাহাদাৎ হোসেন এর বিরুদ্ধে গাজীপুর জেলা লিগ্যাল এইড অফিসে মামলা- এডিআর-৭৪/২৫, দায়ের করেছেন।