কয়রায় ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী আমাদী জায়গীরমহল তকিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযােগিতা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযােগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার সানা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, সহকারি প্রধান শিক্ষক এম শাহাজান আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির অবিভাবক সদস্য জিএম ইয়াকুব আলী, সহকরী শিক্ষক, তাপস কুমার মন্ডল, দৌলতী আক্তার, আবু মুসা প্রমুখ।