বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

কাফির বাড়িতে আগুন

পটুয়াখালী প্রতিনিধি
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কাফির বাড়িতে আগুন
কাফির বাড়িতে আগুন

পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর মো. কাফির বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রম্নয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, দুর্বৃত্তরা মধ্যরাতে তার ঘর ও রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় পতিত স্বৈরাচারের দোসরদের দুষছেন তিনি। ঢাকা থেকে ফিরে বুধবার দুপুরে এ নিয়ে নিজ বাড়িতে গনমাধ্যম কর্মীদের সামনে কথা বলেন তিনি। কাফি বলেন, 'মধ্যরাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কাজ করছি। নিরাপত্তা নেই।'

কাফির প্রতিবেশী হৃদয় খান বলেন, 'তার ঘরের সামনের ও পেছনের দরজা বন্ধ করে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘরের ভেতরে তার বাবা-মা, ভাই, ভাইয়ের স্ত্রী ও সন্তান ছিলেন। তারা দরজা ভেঙে বের হয়ে প্রাণে রক্ষা পান।'

খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসেন জানান, 'আমরা ফোন পেয়ে দ্রম্নত ঘটনাস্থলে যাই। তবে তার আগেই ঘর সম্পূর্ণ পুড়ে যায়।'

কাফির পরিবারের অভিযোগ, এটি ছিল একটি পরিকল্পিত হামলা। পেছনের এবং সামনের দরজা বন্ধ করে আগুন লাগানোর বিষয়টি তাদের সন্দেহ আরও দৃঢ় করেছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করি। আগুনের বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে