কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তে বাংলাদেশ-ভারতের সীমান্ত রেখা ঘেঁষে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছের ওপর লাগানো সিসি ক্যামেরাটি খুলে নেবে বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গত ৯ ফেব্রম্নয়ারি রাতে বিএসএফ গোপনে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ এস সাব পিলারের পাশে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছের ওপর ওই সিসি ক্যামেরাটি লাগায়।
মঙ্গলবার দুপুরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের আলমগীর হোসেনের বাড়ির আঙ্গিনায় দেড় ঘণ্টা ধরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে এই সম্মতি জানায় বিএসএফ। বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।
এরপর একই স্থানে বিজিবির দিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ির আয়োজনে জন সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দিনভর বিজিবি এবং বিএসএফের ক্যাম্প এবং কোম্পানী কমান্ডার পর্যায়ে কয়েক দফা তাৎক্ষণিক পতাকা বৈঠক হলেও সুরাহা না হওয়ায় মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।