ফ্রি মেডিকেল ক্যাম্প
ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে পলস্নী মঙ্গল কর্মসূচি (পিএমকে)'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জোনের সকল শাখায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন পিএমকে'র উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডা. কাজী সুদীপ্তা কবির। এ সময় উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম রানা, সহকারী পরিচালক মোমিনুল ইসলাম, সহকারী কর্মসূচী ব্যবস্থাপক সরদার সুলতান মাহমুদ, শাখা ব্যবস্থাপক সঞ্জীব চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনসিডি কর্ণার উদ্বোধন
ম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে শিশুদের কিডনী রোগ, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া, হৃদরোগ, এ্যাজমা, মৃগীরোগ সম্পর্কিত রোগীদের জন্য পেডিয়াট্রিক এনসিডি কর্ণারের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রধান অতিথি হিসেবে পেডিয়াট্রিক এনসিডি কর্ণারের উদ্বোধন করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো। উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম প্রমুখ।
ক্রিকেট টুর্নামেন্ট
ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর পুর্বচান্দরা এলাকায় সোমবার ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫অনুষ্টিত হয়েছে। পূর্বচান্দরা স্পোটিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। দেশের কিশোরগঞ্জ, পাবনা, চষ্ট্রগ্রাম, রংপুর, মানিকগঞ্জ, ঢাকা, কুমিলস্না ও গাজীপুর থেকে ক্রিকেট দল খেলায় অংশ গ্রহণ করছে। সোমবার ফাইনাল খেলায় অংশ গ্রহন করে মানিকগঞ্জের বালিয়া ভাইকিং ক্লাব ও বরিশাল আবরন জায়ান্টস্।
গাজীপুর জেলা যুববিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিনের সভাপতিত্বে সারোয়ার হোসেন আকুলের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্বিসের যুগ্ম জেলা জজ সুলতান উদ্দিন, ফরর্টিস গ্রম্নপের ম্যানিজিং ডাইরেক্টর শাহাদাত হোসেন, ট্রান্সকম বেভারেজ লিমিটেড কোম্পানীর সিনিয়র ম্যানেজার পার্সোনেল এন্ড এ্যাডমিনিষ্ট্রেশন মোরশেদুল হুদা প্রমুখ।
স্মরণ সভা
ম কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর প্রেস ক্লাবের সদস্য প্রয়াত সাংবাদিক শহিদুল ইসলাম ও প্রয়াত সাংবাদিক আব্দুস সামাদ রিপনের মৃতু্যতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে ওই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান স্মরণ সভার সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল ফুয়াদের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, মোল্যা আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক উৎপল দে প্রমুখ।
কাবাডি প্রতিযোগিতা
ম ফরিদপুর প্রতিনিধি
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই্থ স্স্নোগান কে সামনে রেখে ফরিদপুরে তারণ্যের উৎসব উপলক্ষ্যে অনুর্ধ্ব ১৮ বালক-বালিকা দলের কাবাডি প্রতিযোগীতা শুরু হয়েছে। জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগীতায় মঙ্গলবার বেলা ১১টায় ফরিদপুর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। বেলুন উড়িয়ে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশানক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। এসময় পুলিশ সুপার আব্দুল জলিল, ফরিদপুর আর্মি ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল মিনহাজুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, টি আই খুরশিদসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অষ্টকালীন লীলা কির্তন
ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ২৪ প্রহর ব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অষ্টকালীন লীলা কির্তন শুরু হয়েছে। গত সোমবার অধিবাসের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ হ্িন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদ ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত শান্তিনগর সর্বজনীন শ্রীশ্রী হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান সুচীর মধ্যে শ্রীমদ্ভাগবত পাঠ.শুভ অধিবাস,কুঞ্জ সেবা,নগর কির্তন,কুঞ্জ ভঙ্গ,দধিমঙ্গলও মহন্তবিদায়।শ্রীদ্ভাগবত গীতা পাঠ করেন শ্রী অমুল্য চন্দ্র দেব নাথ।মধুর হরিনাম পরিবেনায় থাকবে গোপালগঞ্জ দীপ্তিরানী সম্প্রদায়,খুলনা নিত্যানন্দ সম্প্রদায়,সাতক্ষিরা আদি নন্দগোপাল সম্প্রাদায়,গোপালগঞ্জ রাধা অষ্টসখী সম্প্রাদায়,হরিমন্দিও সম্প্রাদায়, গৌর হরি সম্প্রাদায় হরিসভা সংঘ,লীলা কির্তন পরিবেশন করবেন উত্তম কুমার সাহা,নরোত্তত দাস,কবিতা রানী (সুখী)।
আহবায়ক কমিটি
ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্যের কমিটিতে সৌমেন্দ্র প্রসাদ কুন্ডু টুটুলকে আহ্বায়ক ও সুধাংশু বিশ্বাসকে সদস্য সচিব করা হয়। এ লক্ষে সোমবার বিকালে মতুয়া ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে বান্দা স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সমীর কুমার বসু। ফ্রন্টের জেলার আহবায়ক নিত্যানন্দ মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্য অতিথির মধ্যে ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় জয়, মহানগর কমিটির আহ্বায়ক সমীর সাহা, সদস্য সচিব গোবিন্দ হালদার, পরিতোষ কুমার বালা, শ্যামল বিশ্বাস প্রমুখ।
প্রযুক্তি মেলা উদ্বোধন
ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে তিনদিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার বেলা ১১ টায় যশোর অঞ্চলে কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দৌলতপুর, কুষ্টিয়া তিনদিন ব্যাপী এ মেলার আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ, যশোর অঞ্চলে কৃষি সম্প্রসারণ প্রকল্পের বাস্তবায়ন সহযোগী পরিতোশ কুমার বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আকবর আলী, সাংবাদিক এম এস শাহীন প্রমুখ।
মাঠ দিবস অনুষ্ঠিত
ম কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বারী-১৪ জাতের সরিষার বাম্পার ফলন উপলক্ষে উপজেলার চরহাজারীতে গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে স্থানীয় প্রায় শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর অতিরিক্ত উপপরিচালক (শস্য) গোলাম ছামদানী, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বেলাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফ উল্যাহ, মানসুরা আক্তার, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান
ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর বাজারে অবস্থিত চিতলমারী সরকারি সামছুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার খাঁনের সভাপত্বিতে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল। উপস্থিত ছিলেন ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলহাজ হাফিজুর রহমান, চিতলমারী দাখিল মাদ্রাসার সুপার মো. ইদ্রিসুর রহমান, উপজেলা যুব দলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, ডা. মো. আল-আমীন, ডা. সুমন তালুকদার, ডা. মুক্তি বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল সরদার, প্রাক্তন শিক্ষক অখিল চন্দ্র রানা, অসীম কুমার সাহা।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিাবারের অভিভাবকদের দ্রম্নত আয় বৃদ্ধিমূলক বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষল অনুষ্ঠিত হচ্ছে। গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজারহাট আরডিআরএস ফেডারেশন হলরুমে চাইল্ড নট ব্রাইট ও আরডিআরএস বাংলাদেশের আয়োজনে এনআরকে টেলিখন ও পস্নান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগীয়তায় দ্বিতীয় দিনের প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের টেকনিক্যাল অফিসার(সহি) সোহেল রানা, ফিল্ড ফ্যাসিলিটেঁটর মো. রেজাউল করিম, মোছা. নাসরিন ও শহিদুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে ৩৮জন উপকারভোগী কিশোরী অভিভাবক অংশগ্রহন করেন।
বসতঘর পুড়ে ছাই
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের খিয়াং অধ্যষিৎ এলাকায় তিনটি বসত ঘর আগুনে পুরে ছাই হয়ে যায়। এতে আট লাখ টাকার ক্ষয়খতি হয়ছে বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১ টায় উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের শিলছড়ি খিয়াং পাড়া গ্রামের অংফু খিয়াং এর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অংফু খিয়াংয়ের বসতঘরে রান্না ঘরের চুলা হতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চারপাশে ছড়িয়ে গিয়ে পাশের চিংহ্লাঅং খিয়াং ও সাজাই খিয়াংয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী ও পার্শ্ববতী পাড়ার লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত সাজাইু খিয়াং বলেন, অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্র, স্বর্নালংকার পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনে কোন মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি।
সাংবাদিকদের মতবিনিময়
ম রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবিন শীষ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার বিকেলে রামগঞ্জ পৌরসভার হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করাসহ চলমান বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন,সড়ক সংস্কার এবং চারজন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি ওঠে মতবিনিময় সভা।
রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাবেক সভাপতি খালেদ মাহমুদ ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মনির হোসেন বাবুল, বেলায়েত হোসেন বাচ্চু, রহমত উল্যা পাটোয়ারী, ওমর ফারুক পাটোয়ারী, সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, জাকির হোসেন পাটোয়ারী প্রমুখ।
সমন্বয় সভা
ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা এবং উপজেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে গঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা ২০২৪ বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবেরদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
ইন্দিলপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উবায়দুলস্নাহ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, ইসলামি আন্দোলনের শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী দিয়া, অভিভাবক মাহফুজ আহমেদ, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।
শিক্ষার্থীদের সংবর্ধনা
ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে গ্রামীণ প্রি-ক্যাডেট স্কুলের এস.এস.সি, এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা মঙ্গলবার বিদ্যায়ল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এস.এস.সিতে জিপিএ প্রাপ্ত ১৭ জন, ওয়েলফেয়ার এসোসিয়েশনে বৃত্তিপ্রাপ্ত ১০জন, এসোসিয়েশন অব আইডিয়াল বৃত্তিপ্রাপ্ত ২৫জন, কুমিলস্না কিন্ডার গার্টেন এসোসিয়েশনে বৃত্তিপ্রাপ্ত ১৬জন এবং এফ.ডি.এস মেধাবৃত্তিপ্রাপ্ত ৯জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। গ্রামীণ প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান মো. মাইনুদ্দিন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার, জুনাব আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, গ্রামীণ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন ভূঁইয়া প্রমুখ।