চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত সোমবার নন-এমপিও ঐক্য পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসকের অনুপস্থিতিতে তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের বক্তব্য রাখেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ওয়ালী-উল-ইসলাম, ননএমপিও শিক্ষক আব্দুর রহমান, আল-আমিন হোসেন, শুভময় দাস প্রমুখ।
উলেস্নখ্য, সংগঠনটি দীর্ঘদিন থেকে স্বীকৃতিপ্রাপ্ত চলমান নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগূলোর এমপিওভুক্তির দাবি জানিয়ে আসছে।