নীলফামারীর ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগমের অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে গনতন্ত্রকামী ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতার ব্যানারে ডোমার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, ডোমার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, তালতলি বিজনেস ম্যানজমেন্ট কলেজের অধ্যক্ষ এস এম গোলাপ হোসেন, সাহেবপারা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শফিউল বারী বুলবুল, মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, বৈষম্য বিরোধী ছাত্র নেতা শরিফ হোসেন, বামুনিয়া বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনছুর আলী প্রমুখ।
বক্তারা বলেন, দানবীয় ফ্যাসিষ্ট গনহত্যাকারী অবৈধ সরকারের সুবিধা ভোগী, এমপিও সিন্ডিকেট ও নিয়োগ বানিজ্যের হোতা দুর্নীতিবাজ ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগমের অপসারণের দাবী জানাই। তিনি বিভিন্ন বিদ্যালয়ের ফাইল আটক করে অর্থ আদায়, নিয়োগে মোটা অংকের টাকা আদায়সহ নানান অনিয়মের সাথে জড়িত। তার বিরুদ্ধে কেউ কথা বললে তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের দিনাজপুর সদর আসনের সাবেক এমপি ইকবালুর রহিমের নিকট আত্বীয় বলে বিভিন্ন কর্মকর্তাদের হুমকি ধামকি দিতেন।
পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের কাছে স্মারক লিপি প্রদান করেন। এ সময় দুর্নীতিবাজ শিক্ষা অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম জানান, 'আমি কিছুই জানি না। এসে শুনতেছি আমার বিরুদ্ধে তারা মানববন্ধন করছেন। আমি এর আগে তারাগঞ্জে ৮বছর ছিলাম। সৈয়দপুরে ৭বছর ছিলাম। ডোমারেও ৮বছর হচ্ছে। আমি যতদিনই থাকি না কেন আমি কোন দুর্নীতি করি নাই। বিষয়গুলো নিয়ে আপনারাই এটার প্রতিবাদ করবেন।'