বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আড়াইহাজারে তিন বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আড়াইহাজারে তিন বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়ার ইজারকান্দী পুলিশ ফাঁড়ি সংলগ্নে শাহাজালাল, রিপন ও আবু কালাম নামে তিনজনের বাড়িঘর ভাংচুর ও ঘরে থাকা স্বর্ণালংকার ও আসবাবপত্র লুটপাট করা হয়েছে বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের শাহাজালাল, রিপন ও আবু কালামের সাথে একই গ্রামের বাসিন্দা এবং কালাপাহাড়িয়া ইউনিয়নের তরুণলীগ সভাপতি রাসেলের পূর্ব শত্রম্নতার জেরে রাসেল তার দলবল নিয়ে ওই তিনজনের বাড়ী ঘরে হামলা করে ঘর দরজার ভাংচুর ও লুটপাট চালায়। তার সাথে হামলা ও ভাংচুরে যোগ দেয় তার সহযোগি শরীফ, জুয়েল, হানিফা, জালাল, জাকির গং।

এরা প্রায় অর্ধশতাধিক লোকের সমন্বয়ে হামলা ও ভাংচুর করে ঘরে থাকা স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ সর্বস্ব লুটপাট করে নিয়ে যায়।

এ ব্যাপারে কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মইনুলকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'আমরা এই মাত্র টহল ডিউটি পালন করে আসলাম। আমরা এক্ষন ই ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে পুরো বিষয়টা জানাতে পারব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে