বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

'ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র উদ্ধার করবে বিএনপি'

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
'ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র উদ্ধার করবে বিএনপি'

বিএনপি কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, স্বাধীনতা পরবর্তী আওয়ামী সরকারের দুর্নীতি, লুটপাট ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিল জনগণ।

দেশের ক্রান্তিকালে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হালধরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিএনপি গঠন করেছিলেন। দেশি-বিদেশি ষয়যন্ত্রে যতবারই গণতন্ত্র ধ্বংস করার অপচেষ্টা হয়েছে ততবারই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে এসেছে। বিএনপি ও গণতন্ত্র পরষ্পরের পরিপূরক। জনগণই হলো বিএনপির শক্তি। জনগণের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র উদ্ধার করবে বিএনপি। এজন্য কাজ করে যাচ্ছেন তারেক রহমান।'

গত সোমবার বিকালে চট্টগ্রামের কর্ণফুলীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উলস্নাহ, পটিয়ার সাবেক সংসদ সদস্য গাজী মো. শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস ও যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে