বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

গাজীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন

গাজীপুর সদর প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গাজীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন

গাজীপুর সদর উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দূর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুলে কাজের ছেলের পড়নে থাকা জামাপ্যান্ট ও কক্ষের আসবাবপত্র পুড়ে যায়।

মঙ্গলবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়ন বি কে বাড়ী এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ এর বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। প্রয়াত আব্দুল লতিফ বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

কাজের ছেলে রবিন বলেন, 'প্রতিদিনের মত আমি ওই ঘরটিতে ঘুমাই। হঠাৎ রাত আড়াইটার সময় দেখি আমার শরীরে এবং আশে পাশে আগুন জ্বলছে। তখন আমার গায়ে থাকা জামাপ্যান্ট খুলে কোনমতে বাহিরে বের হই এবং ডাক চিৎকার শুরু করি। আমার চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সহযোগিতা করে।'

রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রকিবুল ইসলাম জানান, রাতে বি কে বাড়ী এলাকায় আগুন লাগার খবর পেয়ে একটি টিম ঘটনাস্'লে গিয়েছিল। তবে আমরা কোন কাজ করিনি, স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে