বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীতে যন্ত্রের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ফুলবাড়ীতে যন্ত্রের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ীতে সমলয় বস্নক প্রদর্শনীর অংশ হিসেবে রাইস ট্রান্সপস্নান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া গ্রামে এই চারা রোপণ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। এতে অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্‌ তমাল।

উপস্থিত ছিলেন উপসহকারী কর্মকর্তা শারমিন আক্তার, সাদ্দাম হোসেন, রোকনুজ্জামান খান, দিদারুল ইসলাম, জাহেদুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, এবছর উপজেলায় ১৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫০ একর জমিতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধান (উফশী) সমলয় বস্নক প্রদর্শনীর অংশ হিসেবে রাইস ট্রান্সপস্নান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আধুনিক এ পদ্ধতিতে শ্রমিক সংকট দূর হবে। কম খরচে ও অল্প সময়ে ধানের চারা রোপণ করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে