নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ দাবি করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার লোহাগড়া শহরের কুন্দশী চৌরাস্তা এলাকা থেকে প্রায় দু'সহস্রাধিক বিএনপির নেতা কর্মী ও সমর্থকরা একটি বিরাট বিক্ষোভ মিছিল বের করে। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপি সাচ্চু মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুলস্নাহ মামুন, এস এম শাহিন বিপস্নব, কৃষক দলের নেতা এনামুল কবীর চন্দন ও নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী তাইবুল হাসানসহ প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা বলেন, বিগত ২০২৪ সালের ২৬ অক্টোবর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে যে সব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিল, তাদেরকে সদ্য ঘোষিত কমিটিতে রাখা হয় নাই। শুধু তাই নয়, টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। তাই আমরা উপজেলা ও পৌর বিএনপির সকল নেতা-কর্মী ও সমর্থকরা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের জোর দাবি জানাচ্ছি।