বেসরকারি মানবাধিকার ও সুশাসন উন্নয়ন সংস্থা ডেমোক্রেসিওয়াচের উদ্যোগে জয়পুরহাট প্রেস ক্লাব অডিটোরিয়ামে জেলার সকল সাংবাদিকদের নিয়ে শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক চর্চার যুব ক্যাম্পেইন পালনে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ কনফারেন্সে জানানো হয়, বুধরার জয়পুরহাটে দিনব্যাপি গণতন্ত্র উৎসব পালন করা হবে। দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণ, নির্বাচন পর্যবেক্ষন, ভোটার সচেতনতামুলক কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সুশাসন, আলোচনাসভা, যুবদের অংশগ্রহনে নাটক, গান, কুইজসহ বিভিন্ন কর্মসুচী থাকবে। এসব কর্মসূচিতে সকলকে অংশগ্রহনের জন্য আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ডেমোক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের ক্লাষ্টার কো-অর্ডিনেটর মহিউদ্দিন মইন, মনিটরিং কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, নওগাঁ জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ, চাপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়কারী রেজাউল করিম, সিভিক পস্নাটফর্মের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।