চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভুকে নিশি রাতের ভোট চোর, অবৈধ বিনা ভোটের সরকারের ধূসর ও আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসনকারী কিশোর গ্যাংয়ের সর্দার উলেস্নখ করে পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মী ও এলাকার জনগণ।
রোববার উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, চেয়ারম্যান লাভু আওয়ামীলীগ সরকারের একজন ধূসর। পতন হওয়া সরকারের আমলে ভোট ডাকাতির মাধ্যমে পদ দখল করেন। সে একাধিক হত্যা মামলার আসামী হয়েও পরিষদে চোরাগুপ্তভাবে কাজ করার চেস্টা করে। কিন্তু বৈষম্যমূলক ছাত্র-জনতা পরিষদে আসতে দেয়নি। এমতাবস্থায় ইউনিয়নবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই অনতিবিলম্বে অবৈধ চেয়ারম্যান লাভুকে অপসারণ করে উপজেলা থেকে একজন কর্মকর্তা নিয়োগের দাবি জানান তারা। এসময় ইউনিয়ন বিএনপ্থির আহবায়ক ডাঃ আবুল খায়ের, সদস্য সচিব কামাল হোসাইন, সদস্য মোঃ আলমগীর, মোঃ এনাম হোসেন, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদল আহবায়ক মোঃ আবুল হোসেন প্রমুখ।