পূর্বধলায় নারী শিক্ষার মান উন্নয়নে সভা

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় নারী শিক্ষার মান উন্নয়নে গত সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজ এর আয়োজনে কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, কলেজেটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও বর্তমান গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ রাবেয়া আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওনা কবির। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রায়হান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার। কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পূর্বধলা সরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধ্যাপক মো. ইকবাল হোসেন খান প্রমুখ।