বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

উখিয়ায় চুরিকাঘাতে বান্দরবানের একজন নারীর মৃতু্য

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
উখিয়ায় চুরিকাঘাতে বান্দরবানের একজন নারীর মৃতু্য

কক্সবাজারের উখিয়ায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন শামছুন নাহার (৪০) নামের এক নারী। নিহত নারী বান্দরবানের থানচি উপজেলার ২নং ওয়ার্ডের টিএন্ডটি রহমান আলী পাড়া এলাকার কামাল হোসেনের স্ত্রী। গত সোমবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে মৃতু্য হয়।

উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ হামজা জানান, আমিন পাড়া এলাকায় গত শনিবার রাতে এক নারী ছুরিকাঘাত করা হয়।। পরে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেইন জানান, এনআইডি কার্ড দেখে নিহত মহিলার ঠিকানা সনাক্ত করা গেছে। বান্দরবানের থানচি উপজেলার এই নারীর সঙ্গে উখিয়ার এক মাছ ব্যবসায়ীর কি সম্পর্ক তা তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে