ডুমুরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সেই বান্টি আটক

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সহ-সভাপতি মনিরুল ইসলাম বান্টি(৩০) কে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তার বাড়ি এলাকা থেকে আটক করা হয়। সে ডুমুরিয়া সদর ইউনিয়নের গোলনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। জানা যায়, দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট'র অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের ডুমুরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি মনিরুল ইসলাম বান্টিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মনিরুল ইসলাম বান্টির বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে অনেক জোর-জুলুম ও প্রভাব বিস্তারের বিপুল অভিযোগ রয়েছে। গত ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনের পর নির্বাচিত ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিমকে তার অফিসের নেমপেস্নট খুলে তাকে দূরীকৃত করার অভিযোগ ছিলো ওই বান্টির বিরুদ্ধে। সাবেক যুবদল নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম জানান, ২০১৯ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সে বিপুল ভোটে নির্বাচিত হয়ে শপথের পর উপজেলা পরিষদের পুরাতন ভবনে আনুমানিক ৮ মাস অফিস করেন তিনি। এরপর ছাত্রলীগের ওই বান্টি প্রভাব খাটিয়ে ভাইস চেয়ারম্যানের অফিসের নেমপেস্নট উঠিয়ে আমাকে দূরীকৃত করে। পরবর্তিতে বান্টির মনোনিত মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমাকে সেই অফিসে বসিয়ে দেয়।