বরিশালে নাগরিক অধিকার আন্দোলন এর সদস্যদের উপর হামলা চালিয়েছে সিটি কর্পোরেশনের (বিসিসি) কর্মচারীরা। হামলায় একজন প্রকৌশলী গুরুতরসহ কমপক্ষে ১০-১২ জন আহত হয়েছেন। আহত প্রকৌশলী শাহআলম শিকদারকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে কর্পোরেশন কম্পাউন্ডে এ ঘটনা ঘটে।
আহত শাহআলম জানান, সিটি কর্পোরেশন কর্তৃক পস্নান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদে বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে বিভিন্ন ভবন নির্মান প্রতিষ্ঠানের প্রকৌশলী ও বাড়ির মালিকরা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১১ ফেব্রম্নয়ারী সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ আহবান করে। সমাবেশ পালনের লক্ষে ১০ জানুয়ারী রাত ৯ টার দিকে নাগরিক অধিকার আন্দোলনের ১০-১২ জন সদস্য কর্পোরেশনের সামনের সড়কের খুটিতে মাইক টানাতে যায়। এমন সময় কর্পোরেশনের কয়েকজন কর্মচারী জানান প্রশাসক তাদের সাথে কথা বলতে চান। এরপর তারা কর্পোরেশনে গেলে প্রশাসকের সাথে কথা বলে বের হয়ে আসার সময় কিছু কর্মচারী তাদের উপর হামলা চালায়। এতে তাদের ১০-১২ জন আন্দোলনকারী আহত হন। এরমধ্যে প্রকৌশলী শাহআলম শিকদারে অবস্থা আশংকাজনক হয়ে পড়ে। তাকে উদ্ধার করে শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় একাধিক সেলাই লেগেছে বলে জানা গেছে।
আহত শাহআলম জানান, ঘটনার সময় বিভাগীয় কমিশনার ও প্রধান নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। এদিকে এ ঘটনায় কর্পোরেশনের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।