নড়াইলে ৫৩ তম শিতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ নুরমোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তীর সঞ্চালনায় ও জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমরে সভাপতিত্বে সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক( সার্বিক) জনাব লিংকন বিশ্বাস,সাংবাদিক আল আমিন সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকবৃন্দ।