বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

চার জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্বদেশ ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চার জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
চার জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চার জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, মেহেরপুর, কুড়িগ্রামের রাজারহাট ও সাতক্ষীরার শ্যামনগরে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেল-জরিমানা করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেসার্স শানু ব্রিকস নামে অবৈধ এক ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন উপজেলার নোয়াগাঁও এলাকায় অবস্থিত এই ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন জানান, অনেক দিন ধরে অভিযোগ ছিলো উপজেলার নোয়াগাঁও এলাকায় মেসার্স শানু ব্রিকস? অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই তারা অবৈধভাবে ইট তৈরি করছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটায় পানি ছিটানো হয়।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটা পরিচালান দায়ের ৪টি ইটভাটা মালিকদের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুর জেলার শতাধিক ইটভাটায় ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে অভিযান শুরু হয়। আজকের অভিযানে শুকুরকান্দি গ্রামের জনতা, রুপসা ও থ্রি স্টার ইটভাটা থেকে ১ লাখ করে এবং সমতা ইটভাটা থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে এই ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা সম্বলিত ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।

আইন অমান্য করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করলে আরও কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোজাফ্‌ফর হোসেন ও গাংনী থানা পুলিশের একটি দল।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, সোমবার বিকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগেরডাবরীহাট এলাকায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের নেতৃত্বে রাজারহাট থানার পুলিশ ও আনসার বাহিনীর সহযোগীতায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ ইটভাটা মেসার্স এডিবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একইসাথে ইট ভাটা বন্ধকরনে রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ইট ভাটার চুলিস্নতে পানি প্রবেশ করার মাধ্যমে চুলিস্নটি অকার্যকর করা হয় এবং কাঁচা ইটসহ অন্যান্য স্থাপনা ভেঙ্গে দেওয়া হয় বলে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান নিশ্চিত করেছেন।

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে তিনটি ইটভাটা মালিককে চলিস্নশ হাজার টাকা জরিমানা ও একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার পৃথক ভাবে শ্যামনগর উপজেলার মেসার্স হাজী ব্রিকস, সাকিব ব্রিকস, গাজী ব্রিকস-১ ও গাজী ব্রিকস-২ এ এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নিয়ম ভঙ্গ করে ইটভাটায় অবৈধভাবে কাঠ ও টায়ারের কালি পোড়ানোর অভিযোগে পৃথকভাবে মেসার্স সাকিব ব্রিকস, গাজী ব্রিকস-১ ও গাজী ব্রিকস-২ এর মালিককে মোট চলিস্নশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নীতিমালা লঙ্ঘন করে ভাটা পরিচালনার অভিযোগে মেসার্স হাজী ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুলস্নাহ আল রিফাত। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম,শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে