প্রযুক্তি মেলা
ম স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা চত্বরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। দামুড়হুদা ইউএনও মমতাজ মহলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু এবং প্রচার-প্রকাশনা সম্পাদক শামসুজ্জোহা পলাশ প্রমুখ।
চশমা বিতরণ
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে পলস্নী মঙ্গল কর্মসূচি (পিএমকে) উদ্যোগে বিনামূল্যে হতদরিদ্রদের মাঝে মেডিসিন, গাইনি ও চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণ এবং চশমা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এর আগে মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন পলস্নী মঙ্গল কর্মসূচি (পিএমকে)'র উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল। উপস্থিত ছিলেন- পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডা. কাজী সুদীপ্তা কবির, সহকারী পরিচালক মোমিনুল ইসলাম। ফটিকছড়ি শাখায় উপস্থিত ছিলেন- উপ পরিচালক জাহাঙ্গীর আলম রানা, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক সরদার সুলতান মাহমুদ, শাখা ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠিত
ম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
কারিগরি শিক্ষার গুরুত্ব ও যুব উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে 'যুব উন্নয়নে কারিগরি শিক্ষা, সংকট ও সম্ভাবনা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ-এর আয়োজনে কলেজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউএনও নাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দ.) জয়ন্ত কুমার দাস এবং টিভিইটি কনসালটেন্ট ও তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান। সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান।
মেলা উদ্বোধন
ম কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ৩ দিনব্যাপী এ মেলায় ১০টি স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও পরামর্শ প্রদানের জন্য সুসজ্জিত বুথ স্থাপন করা হয়েছে। সোমবার কৃষি অফিসের সামনে মেলায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মলিস্নকের সভাপতিত্বে ফিতা কেটে স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ইউএনও মো. রাশেদুজ্জামান। এ মেলা চলবে (১০-১২) ফেব্রম্নয়ারি পর্যন্ত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমিন, কৃষি সম্প্রসারণ অফিসার দিনাশ্রী বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক শাহরিয়ার আহমেদ প্রমুখ।
উঠান বৈঠক
ম কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলা সমাজসেবা কতৃক বাস্তবায়িত পলস্নী সমাজসেবা কার্যক্রম, পলস্নী মাতৃকেন্দ্র কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধীদের পুর্নবাসন কার্যক্রমের তরুণ-তরুণীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কচুয়া পৌরসভার ৫নং ওয়ার্ড কড়ইয়া মনগাজী প্রধানীয়া বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর। সভাপতিত্ব করেন হেলাল উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কচুয়া। পরিচালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ ইসলাম।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
ম কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক খুলনা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। সোমবার খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ২০২৫ সালের জানুয়ারী মাসে জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভুমিকা রাখা, সুন্দরবনের জীব বৈচিত্র রক্ষায় কার্যকর অভিযান পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে তিনি খুলনা জেলার কয়রা থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। পুরস্কৃত করেন খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন।
শিক্ষা পদক
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৫ সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত হাশিমপুর ইউনিয়নের ৯টি প্রাথমিক বিদ?্যালয়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতা পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন বিদ?্যালয়ের সাবেক সহ সভাপতি ও চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন। উপস্থিত ছিলেন শিক্ষক মনিরুল ইসলাম চৌধুরী, ছাদেকা আকতার, শ্রাবনী পারিয়াল, লুৎফুন্নেছা, শালীমা আকতার প্রমুখ।
কৃষি প্রযুক্তি মেলা
ম নড়াইল প্রতিনিধি
নড়াইলে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডবিস্নউএম,ডিএই পার্ট) প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ৩ দিনব্যাপী এ মেলায় ১০টি স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও পরামর্শ প্রদানের জন্য সুসজ্জিত বুথ স্থাপন করা হয়। ক্লাইমেট চেঞ্জের কারনে অভিজোযন প্রক্রিয়ায়া গুনগত মানের ফসল উদ্ভাবন সম্পর্কে বুথ থেকে পরামর্শ নিতে পারবে কৃষকরা। গত রেরাববার সদর উপজেলার মাঠে স্টল পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নড়াইলের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত সরকার, সদরের এসিল্যান্ড দেবাশীষ অধিকারী,অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) জাহিদুল ইসলাম ও সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান।
প্রকল্প সমাপনি সভা
ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের আয়োজনে ব্র্যাক দক্ষতা উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ব্র্যাক পত্নীতলা কার্যালয়ে স্থানীয় সরকারের সাথে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠানে ব্র্যাকের জেলা ব্যবস্থাপক কৃষ্ণকলি রেমার সঞ্চালনায় এবং ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিলস্নুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা ফিল্ড সুপার ভাইজার রজত কান্ত গোস্বামী, উপ সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিন্টু কুমার সাহা, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) নন্দ গোপাল রায় প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতিতে আলেকজান্ডার কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার মাদ্রাসা মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটি দলীয় ইভেন্টসহ মোট ৩৭টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে ফলাফল নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামগতি পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মাকছুদুল হাসান, মাদ্রাসা গভার্নিংবডির সদস্য হাফেজ মাইন উদ্দিন প্রমুখ।
মেলা উদ্বোধন
ম শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান। উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার তপু কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা, শার্শা পলস্নী বিদু্যৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
আর্থিক সহায়তা
ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুরে অসহায় দরিদ্র মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। আমেরিকা প্রবাসী মাসুকুর রহমানের সহযোগিতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০নং হাজীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এই অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া আসেনর সংসদ সদস্য পদপ্রার্থী, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন, হাজীপুর-শরীফপুর জামায়াতের তত্ত্বাবধায়ক মাহীরুল ইসলাম, হাজীপুর জামায়াতের সভাপতি শাহরুল ইসলাম, সেক্রেটারি হাফেজ ইব্রাহীম, বায়তুলমাল সম্পাদক জামিলুর রহমান, অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব।
পরিচ্ছন্নতা অভিযান
ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় পরিবেশ দূষণ রোধে পরিচ্ছন্নতা ও পস্নাস্টিক সংগ্রহ অভিযান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সোমবার উপজেলার দাওগাঁও ইউনিয়নের বটতলা বাজার এলাকায় মুক্তাগাছা সাউথ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিকা। পরে ইউনিয়ন পরিষদ, শিশু ও যুব ফোরাম, ভিডিসি, শিক্ষক, ছাত্র - ছাত্রীদের অংশগ্রহণের্ যালি বের হয়।
প্রতিবন্ধীকে সহায়তা
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামাপুকুর ডাক্তারপাড়ার রেজাউল করিম (৩৭) নামে এক অসহায় দৃষ্টি প্রতিবন্ধীকে একটি মুদি দোকান করে দিয়ে পাশে সহায়তার হাত বাড়িয়েছে সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'হৃদয়ে সৈয়দপুর'। রেজাউল করিমের বাবা তার শৈশবে মারা যান। তার চার বছর বয়সে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পান। হত-দরিদ্র মা অনেক টাকা-পয়সা ব্যয়ে চিকিৎসা করেও রেজাউল করিমের চোখের আলো ফেরাতে পারেননি। প্রতিদিন কাজকর্ম করে যে আয়-রোজগার হয় তা' দুই বেলা খেয়ে না খেয়ে বেঁচে আছেন রেজাউল করিমের পরিবার।