ফেনী শহরের সুলতানপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যবহৃত ৭৫টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
রোববার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন বাখরাবাদের ফেনী এরিয়া অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ বাপ্পী শাহরিয়ার।
অভিযানে বিল বকেয়া থাকায় ২টি সংযোগ, অনুমোদনহীন অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে ১৩টি সংযোগে ৬০টি চুলা ও বিলম্বহীন ৭টি অবৈধ সংযোগে ১৫টি চুলার সংযোগসহ ৭৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে ৬০ লাখ ৯০ হাজার ৩ শত ৯ টাকা বকেয়া বিল ব্যাংকের মাধ্যমে আদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাখরাবাদের কুমিলস্না কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আখতারুজ্জামান, ফেনী এরিয়া অফিসের ব্যবস্থাপক (রাজস্ব) আবদুর রাজ্জাক, উপব্যবস্থাপক আবিদ হাসান, সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) শাহাদাত হোসেন ও উপসহকারী প্রকৌশলী ছালেহ আহমদ।