আটঘরিয়ায় কৃষি বিপস্নব ঘটাতে পারে বারী-১২ জাতের বেগুন

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আবাদ করা হয়েছে নতুন উন্নত ও উচ্চ ফলনশীল বারী-১২ জাতের বেগুন। এ জাতের বেগুন চাষ করে সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষক। চলতি বছর উপজেলার ৬ কৃষকের মধ্যে উপজেলা কৃষি অফিস থেকে এ জাতের বেগুনের বীজ বিনামূল্যে দিয়ে পরীক্ষামূলকভাবে আবাদ করা হয়। এতে যে সুফল পাওয়া যাচ্ছে তাতে সবজির জগতে এই বারী-১২ জাতের বেগুন বিপস্নব ঘটাতে পারে বলে উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ জানান। তার ভাষ্য মতে, চলতি বছরে এই বারী-১২ জাতের বেগুনের বীজ আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ও একদন্ত ইউনিয়নের ৬ জন কৃষককে বিনামূল্যে প্রদান করা হয়। কৃষক আব্দুল হান্নানসহ ওই ৬ কৃষক এই বেগুনের আবাদ করেন। প্রতিটি বেগুন প্রায় ১ কেজি ওজনের হয়েছে, যা সবাইকে আকৃষ্ট করছে। তাছাড়া এই উন্নত জাতের বারী-১২ জাতের বেগুন অত্যন্ত সুস্বাদু, যা পুষ্টিগুণে ভরপুর বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, অনুকূল পরিবেশ এবং ঠিকমতো পরিচর্যা করলে প্রতি বিঘায় ১৫০ থেকে ১৮০ মণ ফলন পাওয়া যাবে। ব্যাপক চাহিদার কারণে প্রতি কেজি নূন্যতম ৫০ টাকা দরে বিক্রি করলে বিঘা প্রতি কৃষকের আয় হবে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা। দেখতে অনেকটা লাউয়ের মমো। তাই এই বেগুনকে লাউ বেগুন বলে অভিহিত করা হয়। প্রতিটির ওজন ৮০০ গ্রাম থেকে ১ কেজি। কৃষি কর্মকর্তা জানান, পরীক্ষামূলক এই আবাদ দেখে বারী-১২ জাতের বীজ তৈরি ও সংরক্ষণ করে পরবর্তীতে আরও ব্যাপক চাষের পরিকল্পনা রয়েছে। এতে আগামীতে তরিতরকারি জগতে এই বেগুন বিপস্নব ঘটাবে বলে আশা করা হচ্ছে।