তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ জেলা শাখার তারাকান্দা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গত রোববার জেলা বিএনপির কার্যালয় থেকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, তারাকান্দা উপজেলার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৯৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে মোতাহার হোসেন তালুকদারকে আহ্বায়ক এবং আব্দুস সালাম তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে ১৮ জনকে নবনির্বাচিত কমিটিতে রাখা হয়েছে। সদস্য করা হয়েছে ৭৯ জনকে। উপজেলার নবগঠিত আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার জানান, কমিটিকে দ্রম্নত সময়ের মধ্যে সম্মেলন ও কাউন্সিলর আয়োজন করা হবে।