রাজশাহী-৫ আসনে জামায়াতের দলীয় প্রার্থী নুরুজ্জামান লিটন

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
স্বাধীনতার পর থেকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের দলীয় নেতারা এই আসনে নেতৃত্ব দিলেও সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। এই আসনে জামায়াতের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন। স্বাধীনতার পর এই প্রথম এ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম ইমন এই তথ্য নিশ্চিত করেছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে নুরুজ্জামান লিটনের নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। গত রোববার রাজশাহী মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আনুষ্ঠানিক ভাবে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামীর দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটনের নাম ঘোষণা করা হয়।