চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার বাকলিয়ায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, রাতের অভিযানে আনোয়ারা থানা পুলিশের একটি টিম বাকলিয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।