ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীকে হত্যাকান্ডের ঘটনায় পরকীয়া প্রেমিকসহ গৃহবধূর আমৃতু্য কারাদন্ড সাজা দিয়েছেন আদালত। সোমবার ময়মনসিংহ পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- হাফিজা খাতুন (৪২) ও তার পরকীয়া প্রেমিক আবদুলস্নাহ আল মাসুম (৩৬)। আমৃতু্য কারাদন্ড দেওয়ার পাশাপাশি দুইজনকে এক লাখ টাকা করে অর্থদন্ডও দেওয়া হয়েছে। মামলার চার্জশিটভুক্ত অপর আসামি আরমান মামলার স্বাক্ষ্য চলাকালে মৃতু্যবরণ করায় তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়। পলাতক থাকায় আবদুলস্নাহ আল মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সহকারী সরকারি আইন কর্মকর্তা (এপিপি) শামীম উল আজম খান জানান, ২০১১ সালের ২৮ জুন খুন হন জেলার মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকার দুবাই প্রবাসী হেলাল উদ্দিন। স্ত্রী হাফিজা খাতুন তার প্রবাস ফেরত স্বামীকে হত্যার জন্য সদর উপজেলার চরঘাগড়া গ্রামের আবদুলস্নাহ আল মাসুমকে নিয়ে পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী হেলালকে ঘুমের ওষুধ খাওয়ান। তারপর মাসুম ও তার এক সহযোগী বাড়িতে গিয়ে কুপিয়ে হত্যা করেন হেলাল উদ্দিনকে। পরে এ ঘটনাকে ডাকাতির নাটক সাজানো হয়েছিল।
এ ঘটনায় নিহতের বোন সাফিয়া আক্তার বাদি হয়ে ঘটনার পরদিন মুক্তাগাছা থানায় মামলা করেন।