জমি নিয়ে বিরোধ ও মাদক বিক্রির প্রতিবাদ করায় দুই জেলায় দুই বৃদ্ধকে হত্যা করা হয়েছে। কুড়িগ্রামের রাজারহাটে প্রতিপক্ষের রামদায়ের আঘাতে একজন ও কক্সবাজারের ঈদগাঁওয়ে মাদক বিক্রির প্রতিবাদ করায় আরেকজনকে হত্যঅ করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে জমিদখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের রাম দায়ের আঘাতে একজন বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়। ঘটনাটি সোমবার উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোঙারকুটি গ্রামে ঘটেছে।
পুলিশ জানায়, ওই গ্রামের মৃত আব্দুল গফুর গংয়ের সঙ্গে একই গ্রামের আব্দুল জব্বারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ ব্যাপারে কুড়িগ্রাম আদালতে মামলাও চলমান রয়েছে। ঘটনার দিন সোমবার বিরোধপূর্ণ জমি দখল নিয়ে উভয়পক্ষ অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের রামদার আঘাতে বেলাল হোসেন (৬২) নামে ওই বৃদ্ধ আহত হন। তধাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেনখবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়। আহতরা হলেন- রেহানা বেগম(৬০), আব্দুল জব্বার(৭৫), মাইদুল ইসলাম(৪২), ফারুক আহম্মেদ(৩৮), সুজন(৩৫)। রাজারহাট থানার ওসি মো. তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের রামুতে মাদক (গাঁজা) বিক্রির প্রতিবাদ করায় কিশোরের ছুরিকাঘাতে ছমিউদ্দিন (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত রোববার উপজেলার জোয়ারিয়ানালা মাদ্রাসা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছমিউদ্দিন জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স।
তিনি জানান, ওই কিশোর মাদকাসক্ত এবং দীর্ঘদিন একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের ছত্রছায়ায় ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এলাকায় বিক্রি করে আসছিল। ঘটনার দিন বিকালে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রইঙ্গার পাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ জানালে মাদক ব্যবসায়ী চক্রের সদস্য তারেক স্থানীয় বাসিন্দা ছমি উদ্দিনকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেন। এতে তিনি নিহত হন।
রামু থানার ওসি ইমন চৌধুরী বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।