শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

মোংলায় শিশু ধর্ষণের অভিযোগে লম্পটকে গণপিটুনি

বাগেরহাট প্রতিনিধি
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মোংলায় শিশু ধর্ষণের অভিযোগে লম্পটকে গণপিটুনি

বাগেরহাটের মোংলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় হেমায়েত সরদার (৫৫) নামের এক লম্পটকে স্থানীয়রা ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার হেমায়েতকে সরদার সোমবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করেছে পুলিশ। আর এ ঘটনাটি হয়েছে গত রোববার দুপুরে দিকে মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামে।

মোংলা থানার ওসি আনিসুর রহমান মামলার বরাত দিয়ে জানান, উপজেলার সোনাইলতলা গ্রামের হেমায়েত সরদার স্থানীয় শিশুটিকে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটি অসুস্থ হয়ে বাথরুমের পাশে পড়ে থাকে। পরে শিশুর মা তাকে খুঁজতে গিয়ে হেমায়তের বাথরুমের সামনে পান। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রামবাসী ধরে পুলিশে সোপর্দ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে