সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৫

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। টাঙ্গাইলের কালিহাতী, কুষ্টিয়ার ভেড়ামারা, কক্সবাজারের চকরিয়া ও দিনাজপুরের ফুলবাড়ীতে এসব নিহতের ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর এলাকার ১৮ নম্বর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত?রা হলেন- কালিহাতী উপজেলার কুরশাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যানচালক আব্দুল হালিম (৩৫) এবং ভ্যানের যাত্রী একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আবুল মিঞার ছেলে আব্দুর রাজ্জাক আকন্দ (৫৪)। যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক তাহেরুল ইসলাম জানান, ব্যাটারীচালিত অটোভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সলস্না বাজারে যাচ্ছিলেন। এ সময় ১৮ নম্বর ব্রিজের ওপর পৌঁছালে ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটো ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ভ্যানের চালক ও যাত্রী ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর মাঝখানে বিকল ট্রাক মেরামতের সময় আরেক ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার উপজেলার লালন শাহ সেতুর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২৫)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ছিলেন। ইলিয়াস দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের হেলপার ছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ভেড়ামারা থানার উপপরিদর্শক তুহিন হোসেন বলেন, লালন শাহ সেতুর মাঝখানে একটি ট্রাক বিকল হয়ে যায়। কয়েকজন মিস্ত্রি ট্রাকটির মেরামতের কাজ করছিলেন। হঠাৎ পাবনা থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক এসে বিকল ট্রাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের নলবিলা এলাকায় বাস চাপায় মো. জিসান (২২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। জিসান উপজেলা আলিকদমের আবাসিক এলাকার ছৈয়দ হোসেনের ছেলে। চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আরিফুল আমিন বলেন, সকালে মোটর সাইকেল আরোহী জিসান বান্দরবানে যাচ্ছিলেন। পথে মহাসড়কের চকরিয়া নলবিলা এলাকায় কক্সবাজারগামী একটি বাস মোটর সাইকেল আরোহী জিসানকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে বাস চাপায় বাবু লাল মুরমু (২২) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্টি যুবক নিহত হয়েছেন। নিহত বাবু লাল মুরমু উপজেলার শিবনগর ইউনিনের গঙ্গাপ্রসাদ এলাকার আলুডাঙ্গা গ্রামের বুদু মুর্মুর ছেলে। গত রোববার রাতে উপজেলার রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানিয়রা জানায়, রাত পৌনে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর থেকে ফুলবাড়ী অভিমুখে আসার পথে ফুলবাড়ী উপজেলার রাঙামাটি এলাকায় পৌঁছালে দিনাজপুর-গেবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে অপরদিক থেকে যাওয়া একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল আরোহী বাবুলাল মুর্মু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।