ছয় জেলায় ভাংচুর-অপসারণ ও পুনঃস্থাপনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। টাঙ্গাইল, চট্টগ্রামের হাটহাজারী, গাজীপুরের কালীগঞ্জ, বরগুনার তালতলী, সুনামগঞ্জের মধ্যনগর ও কিশোরগঞ্জের হোসেনপুরে এসব কর্মসূচি পালন করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর-লুটপাট এবং নেতাদের উপর হামলার প্রতিবাদে সোমবার টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, জেলা কুলি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক উদয় লাল গৌড়, জেলা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, গত শনিবার টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে ইউনিয়নের কার্যালয় ভাংচুর, লুটপাট ও নেতৃবৃন্দকে মারপিটের ঘটনা ঘটে।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভুকে নিশি রাতের ভোট চোর, অবৈধ বিনা ভোটের সরকারের ধূসর ও আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসনকারী কিশোর গ্যাংয়ের সর্দার উলেস্নখ করে পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মী ও এলাকার জনগণ। গত রোববার উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা. আবুল খায়ের, সদস্য সচিব কামাল হোসাইন, সদস্য মো. আলমগীর, এনাম হোসেন, ইউনিয়ন যুবদল আহবায়ক আবুল হোসেন প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ওরফে সিরাজ-উ-দৌলার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন-স্মারকলিপি প্রদান করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগে উপজেলা পরিষদের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন হয়। পরে ইউএনও তনিমা আফ্রাদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। মানববন্ধনে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে সাংবাদিক ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের স্স্নুইসগেট বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। পঁচাকোড়ালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পঁচাকোড়ালিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মনিরুজ্জামান, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক বেলস্নাল হোসেন মিলন, বরগুনা প্রেস ক্লাবের সদস্য শাহ আলী, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝী, সাংবাদিক সোহেল রানা, সাবেক ইউপি সদস্য উত্তম কুমার প্রমুখ।
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের দাতিয়াপাড়া নতুন বাজারে লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়েল শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহিন উদ্দিন, প্রভাষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী হোসেন, প্রভাষক মোহাম্মদ রিপন মিয়া, প্রভাষক মামুন মিয়া, ইউপি সদস্য শামসুন্নাহার বেগম, অভিভাবক ফজু মিয়া, রেশনা রানী, কবিতা বেগম প্রমখ।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এই পশুর হাটটির আয়ের উৎস দিয়ে শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া হয়। পশুর হাট বন্ধ থাকলে বিদ্যালয় পরিচালনায় চরম বাধাগ্রস্ত হবে। তাই বিদ্যালয়টি রক্ষা করতে পশুর হাট পূনঃস্থাপন করতে এলাকাবাসীর জোর দাবি জানান।
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে মাজারে ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ইমাম ওলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা। সোমবার উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের হোসেনপুর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম ফারুকী, হালিমা সাদিয়া মাদরাসার মুহতামিম আবুল ফাতাহ নুরুযলস্নাহ, মডেল মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম, দারুল হেদায়েত কওমী মাদ্রাসার মুহতামিম মুফতি এমদাদুলস্নাহ বাকী, রাবিয়া বসরী মহিলা মাদ্রাসার মহতামিম আবু মোহাম্মদ বরকত উলস্নাহ প্রমুখ।