চার জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
চার জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অপরাধে কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিনিদিদের পাঠানো খবর- উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ায় ২টি ইট ভাটায় অভিযান চালিয়ে একলাখ টাকা জরিমানা আদায়সহ অবৈধ স'মিল উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে হলদিয়াপালংয়ের এমআরসি ইট ভাটার মালিককে ৭০ হাজার টাকা ও রত্না পালং ইউনিয়নের আফিফা ব্রিকের মালিককের নিকট হতে ৩০ হাজারসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। একই দিন বিকালে রুহুলস্নার ডেবা গ্রামে অভিযান চালিয়ে একটি অবৈধ স্থমিল উচ্ছেদসহ কাঠ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উখিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহিনুল ইসলাম, পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও পুলিশ উপস্থিত ছিলেন। গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামে ৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে ইটভাটাগুলো থেকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের সহায়তার গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে হিজলবাড়ীয়া গ্রামের ফোর স্টার বি ইটভাটায় ১০ হাজার টাকা, বলাকা ইটভাটায় ২০ টাকা এবং এইচ এস বি সি ইটভাটা থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা। সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের আকোট কালিখোলা বাজার ও পিয়াজখালী বাজারে সোমবার অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানকালে অসাধু মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ২ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মেহেদী হাসান, সদরপুর থানার এএসআই হিরু শেখসহ পুলিশ সদস্য ও বাজার কমিটির সদস্যরা। বিরল (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মেয়েকে উক্ত্যক্ত করার অপরাধে এক যুবকের ৩ মাসের কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন বিচারক। উপজেলার বিরল গ্রামের শাহাপাড়ার একেএম রফিকুল ইসলামের ছেলে তানভির খান জুয়েল (২৩) দীর্ঘদিন ধরে পাশের বৃহ্মপুর গ্রামের এক মেয়েকে উক্ত্যক্ত করছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে। পরদিন সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদের কার্যালয়ে হাজির করা হলে তিনি এ দন্ডাদেশ দেন।