সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত করলে নৈরাজ্য বাড়বে :এরশাদ উলস্নাহ

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রামে ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন দলের মহানগর আহ্বায়ক এরশাদ উলস্নাহ -যাযাদি
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উলস্নাহ বলেছেন, 'সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করলে হঠকারিতা ও নৈরাজ্য বাড়বে। পরিণতিতে দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে, যার লক্ষণ ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি।' নগরের কালামিয়া বাজারের লিজা কমিউনিটি সেন্টারে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উলস্নাহ এ কথা বলেন। সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। বিএনপির ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির সনদ। সভায় ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন, মহানগর বিএনপির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, এ কে খান, জাফর আহমেদ, ইয়াসিন চৌধুরী আসু, এম অহি চৌধুরী মামুন, ইয়াকুব চৌধুরী হাকীম। কর্মশালাটি সঞ্চালনা করেন ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাহিম। কর্মশালায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কৌশল, জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির উপায় এবং দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন জোরদার করতে হবে। বর্তমান দুঃশাসনের অবসান ঘটিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।