সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত রোববার সাত জেলা থেকে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। খুলনা, রাজশাহী, ভোলা, নারায়ণগঞ্জের আড়াইহাজার, নাটোরের সিংড়া, কক্সবাজারের ঈদগাঁও এবং পটুয়াখালীর দুমকি থেকে ওই সংখ্যক আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অভিযানে খুলনায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং আড়াইহাজারে চার বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আঞ্চলিক অফিস, সন্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
রাজশাহী অফিস জানিয়েছে, রাজশাহীতে চলমান 'অপারেশন ডেভিল হান্ট'সহ নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহানগরী ও জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথবাহিনিসহ মহানগর ও জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ বিভিন্ন জায়গা হতে তাদের গ্রেপ্তার করে।
গত রোববার বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী মেট্রোপলিটন (আর এমপি) সদর দপ্তর হতে এ অভিযান শুরু হয়। শুরুতে সিএনবি মোড়, সাহেববাজার জিরো পয়েন্ট, আলুপট্টি, তালাইমারী, ভদ্রা, রেলগেটসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গাড়ী থামিয়ে তলস্নাশি শুরু করে।
রাতে যৌথবাহিনী নগরীর বিভিন্ন জায়গা হতে বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি আরএমপি পুলিশ দপ্তর হতে রোববার সকালে জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- হড়গ্রাম এলাকার ৮ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নয়ন শেখ, কর্ণহার থানার শরিসাকুড়ি এলাকার আব্দুল হানিফ, দমকুড়া থানার নতুন মধুপুর এলাকার সাব্বির আহমেদ, দাম কুড়া থানার বিন্দারামপুর এলাকার রহিদুল ইসলাম ওরফে বিশাল। তারা সবাই আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
অন্যদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও রাজশাহী জেলা ডিবি ও থানা পুলিশ ৩৪ জনকে গ্রেপ্তার করে।
খুলনা অফিস জানায়, খুলনায় 'অপারেশন ডেভিল হান্টে' প্রথম অস্ত্র-গোলাবারুদসহ ইনসান শরীফ (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে নগরীর বাইপাস সড়কের মিঠু মটরস গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার থেকে দেশব্যাপী শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে শুরু হয়। গ্রেপ্তার ইনসান শরীফ সোনাডাঙ্গা ৩য় আবাসিকরে মোশারফ হোসেনরে ছেলে।
জানা যায়, অবৈধ অস্ত্রধারী একজন কর্মকান্ড করার উদ্দেশে নগরীর বাইপাস সড়কের মিঠু মটরস গ্যারেজের সামনে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে গিয়ে ইনসান শরীফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইনসানের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ এবং রেজিস্ট্রেশন বিহীন একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা নং-০৮, সোমবার (১০ ফেব্রম্নয়ারি) করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টের অভিযানে নাশকতার আশংকায় কোস্টগার্ড ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাত ১১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত ভোলা সদর, দৌলতখান ও লালমোহন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
সোমবার কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে ভোলা সদর মডেল থানা, দৌলতখান ও লালমোহন থানার পুলিশ সদস্য অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে। এদের মধ্যে ভোলা সদর একজন, দৌলতখানে দুইজন ও লালমোহনে একজন রয়েছেন।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্ট পরিচালনাকালে মাদক সেবন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে এবং অপর ৯ অপরাধীকে বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত রোববার রাতের বিভিন্ন সময় পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হচ্ছেন- বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আবু মুছা, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন, জুয়েল রানা, রাসেল। এ ছাড়া আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌর সদরের আওয়ামীলীগ নেতা হারুণ অর রশিদ, বাগাদী কান্দাপাড়া এলাকার খাইরুদ্দিন ইমন, কল্যান্দী এলাকার রিফাত হাসান, কামরানীরচর এলাকার হোসাইন গাজী, বগাদী কান্দাপাড়া এলাকার সোহাগ, মোসাদ্দেক হোসেন, সি আর ওয়ারেন্টভুক্ত আসামি সোনাকান্দা এলাকার আল আমিনকে পৃথক অভিযোগে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তারদের সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানিয়েছেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি জানান, দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার শেরকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিদ্দিকুর রহমান (৪৫), তিনি রানীনগর গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও অপরজন পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য রিপন হোসেন (২৫)। তিনি নিংগইন গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, ২০১৮ ও ২০২৩ সালের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কক্সবাজার ও ঈদগাঁও প্রতিনিধি জানান, কক্সবাজারে সম্প্রতি অন্তর্বর্তী সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় সদর মডেল থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাত ও সোমবার ভোরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার শহরতলীর ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়ছড়া শুকনাছড়ি এলাকার মৃত কবির হোসাইনের পুত্র ও শ্রমিক লীগ নেতা নূরুল আলম (৪৫), কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ উত্তর ডিককুল এলাকার মৃত আবদু শুক্কুরে পুত্র ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নূর মোহাম্মদ (৫৬) এবং পৌর ৯নং ওয়ার্ডের বাদশাঘোনা এলাকার আহমেদের পুত্র ও ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকতার কামাল সোহেল (২৭)। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াছ খান এসব তথ্য জানিয়েছেন।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর দুমকিতে অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিজান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গ্রেপ্তাররা হলেন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুমকি গ্রামের মৃতু্য আঃ মান্নান খানের পুত্র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী খান (৫৪), মুজিবর মৃর্ধার ছেলে পবিপ্রবি ছাত্রলীগের সহ সভাপতি মশিউর রহমান বাবু ও আঙ্গারিয়া ইউনিয়নের মফেজ জোমাদ্দারের ছেলে যুবলীগ নেতা আবু জাফর জমাদ্দার।
দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, দুমকি থানায় দায়েরকৃত বিএনপির অফিস ভাংচুর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।