দোয়া মাহফিল
\হরাজশাহী অফিস
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর হাইস্কুল মাঠে এ দোয়া মাহফিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি তানজিলুর রহমান সেলি। প্রধান অতিথি ছিলেন জিয়া ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্ত্রীয় কিমিটর সহকারী মহাসচিব ও রাজশাহী বিভাগের সদস্যসচিব অধ্যক্ষ আব্দুলস্নাহ আল মাহমুদ সালাম বিপস্নব, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক ও বিএনপি নেতা সাইফুল ইসলাম হীরক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনারুল সরকার প্রমুখ।
মতবিনিময় সভা
\হআড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, আড়াইহাজার শাখার নেতৃবৃন্দ রোববার থানা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে দেশে স্থিতিশীল পরিবেশ রক্ষার্থে মতবিনিময় সভা করেছেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আড়াইহাজার শাখার সভাপতি মাওলানা মাসরুর আহমেদ। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আড়াইহাজার শাখার সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার গিয়াসউদ্দীন, সাবেক সভাপতি মাওলানা সাদেকুর রহমান, সাবেক সহ-সভাপতি মাওলানা ফরিদউদ্দীন, হাইজাদী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক (হাইজাদী) মাওলানা জাহাঙ্গীর ইকবাল, সহ- সভাপতি (হাইজাদী) মাওলানা আহাম্মদ আলী, সদস্য (ফতেপুর শাখা) মাওলানা আবুল হাশেম প্রমুখ।
ওসির মতবিনিময়
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) বাজার ব্যবসায়ী ও বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে গফরগাঁও মধ্য বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন গফরগাঁও প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক মোফাজ্জল আনসারী। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুলস্নাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, যুগ্ম আহবায়ক আব্দুছ ছালাম, পৌর বিএনপি নেতা সেলিম আহাম্মেদ প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
ইন্দুরকানীতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ৪নং ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদারের সভাপতিত্বে ও প্রেস ক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব অলমগীর কবির মান্নু, বিএনপি নেতা রফিকুল ইসলাম মৃধা, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী প্রমুখ।
খাবার বিতরণ
ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারীদের হাঁস মুরগির খাবার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ১৫০ জন সুফলভোগীদের মাঝে হাঁস-মুরগির খাবার বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার প্রতিজন খামারিকে ৭৫ কেজি হাঁসের খাবার এবং প্রতিজনকে ৫০ কেজি করে মুরগির খাবার বিতরণ করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুলস্নাহ আল মামুন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।
প্রতীক বরাদ্দ
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শনিবার প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী ২২ ফেব্রম্নয়ারী অনুষ্ঠিত হবে নির্বাচন। তফসীল ঘোষণার পর থেকেই চলছে নির্বাচনী কার্যক্রম। নির্বাচনে বিভিন্ন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন গত মঙ্গলবার ও বুধবার। তফসিল ঘোষণার পর ২৯ জানুয়ারি বুধবার ৫৬ প্রার্থী প্রধান নির্বাচন কমিশনারের নিকট মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক পৌর প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ বলেন, বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
পুরস্কার বিতরণ
ম সুজানগর (পাবনা) প্রতিনিধি
পাবনার সুজানগরে খাজা স্মৃতি সংঘের আয়োজনে, ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শনিবার রাতে সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খাজা স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খাজা স্মৃতি সংঘের সভাপতি আব্দুল লতিফ দুলালের সভাপতিত্বে ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোলস্না, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি টুটুল বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রমুখ।
পরিচিতি সভা
ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি, এসএফ গ্রম্নপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তারের সংবর্ধনা ও কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রতিষ্ঠানের মাঠে অধ্যক্ষ মাওলানা নুরুল হুদার সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি বকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নারী উদ্যোক্তা তামান্না ফারুক থীমা। উপস্থিত ছিলেন পেস সলিউশন চীফ এক্সিকিউটিভ অফিসার মেজর খোন্দকার মো. সাজ্জাদুল ইসলাম (অব.), সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলা আমির মাওলানা ইয়াছিন করিম।
অর্থ বিতরণ
ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুর জেলার রামগতি উপজেলায় গত আগস্ট -সেপ্টেম্বরের বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি কুমিলস্না রেজের রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন কুমিলস্না রেঞ্জ সার্কেল অ্যাডজুট্যান্ট তানজির আজাদ, জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) শিরিন সুলতানা, রামগতি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীম আরা বেগম, উপজেলা প্রশিক্ষক হাসান আহমেদ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার সামাজিক এবং ক্রীড়া সংগঠন 'ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি'র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও ডুমাইন ইউনিয়নে অসহায়, দুস্থ এবং গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র জ্যাকেট এবং শোয়েটার বিতরণ করা হয়েছে। রোববার বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ আজাদ মাহবুব বিপস্নব, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, সহ সভাপিত দেবর্শী বিশ্বাস, অর্থ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, ক্রিড়া সম্পাদক শহিদুল বিশ্বাসহ সংগঠনের কর্মকর্তা ও সদস্যগণ।
প্রতিযোগিতা অনুষ্ঠিত
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ক্ষুদে শিক্ষার্থীদের আদর্শ বিদ্যাপিঠ দি চাইল্ড লার্নিং হোমস এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয় চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়াঅনুষ্ঠান পুর্ব আলোচনা সভায় স্কুলের পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান শিক্ষক মাসুম বিলস্নাহ্র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ এমএ জিন্নাহ্। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ফকির, প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, প্রবাসী মাফুজুল হক, ক্রীড়া শিক্ষক তোফায়েল হোসেন শিমুল প্রমুখ।
শিক্ষা পদক
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়ন ভিত্তিক কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে রোববার সকাল থেকে মুখছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রাশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন উদ্বোধক, সাহিত্য পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, বিএনপি নেতা ফিরোজ খান, আব্দুলস্নাহ্ আল মনছুর, মীর হোসেন, মাহাবুবুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।