শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

রাজাপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাজাপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার উপজেলারের স্থানীয় প্রেস ক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাধারণ জনতা এ আয়োজন করেন। এতে কয়েকজন মাদক কারবারিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ঝালকাঠি জেল ইসলামি আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম আল হাদী, হেমায়েত উদ্দিন, হারুন অর রশিদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মঠবাড়ি ইউনিয়নে একটি চক্র প্রকাশে মাদকের ব্যবসা করে আসছে। মাদকের কারণে দিনে দিনে সমাজে সন্ত্রাস চাঁদাবাজির মত নানা অপরাধ বেড়েই চলছে। গত ২ ফেব্রম্নয়ারি মাদক কারবারিরা মঠবাড়ি ইউনিয়নের দক্ষিন সাউথপুর এলাকায় প্রকাশে ছুরি দিয়ে কুপিয়ে আবুল বাশার নামে এক রাজমিস্ত্রীকে হত্যা করেছে। তাই মঠবাড়ি ইউনিয়নকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে প্রশাসনেরও হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। সেই সঙ্গে যারা এই সকল মাদক কারবারিদের পিছন থেকে সহায়তা করে আসছেন তাদেরকেও আইনের আওতায় আনার জোড় দাবি করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে